আমাদের ছোট গাঁয়ে ছিল যত ঘর
এক কালে ছোট ছিল অতি নড়বড়।
কালে কালে নগরায়ন ভিড় করে হেথা
বড় বড় দালান উঠে দেখি যথাতথা।
গ্রীস্মের খরতাপ ছিল যত ভারী
প্রকৃতির ছায়া ছিল শান্তির বারি।
লোক জন বাড়ে আর চাহিদাও বাড়ে
শীতল ছায়াতল দালান কোটা কাড়ে।
দলে দলে ছেলে মেয়ে নাহিবার ছলে
দুরন্ত জলকেলী নদীর ঘোলা জলে।
খাল বিল ভরাট হয়ে বাড়ি ঘর উঠে
প্রকৃতির প্রশান্তি আজ নাই যেন মোটে।
উৎসব পার্বন নবান্ন হতো প্রতি সালে
ধর্ম-বর্ণ ভেদাভেদ ছিলো না কোন কালে।
যান্ত্রিকতার কাছে আজ জীবন মান ন্যস্ত
কার খবর কে'বা রাখে আপন কাজে ব্যস্ত।