আপন আলয় ডাক দিয়াছে, আয়রে তোরা আয়
কে যাবি আয় চলে আয় আমার ডিঙ্গী নায়।।

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল, লগী বৈঠা নাই
ভয় লাগে আজ কেমনে চালাই, সাহস কোথায় পাই।।

মাঝ দরিয়ায় উঠলে তুফান দেখা দিও সাই
নাম ভরসায় ছাড়লাম তরী কুল কিনারা নাই।।

ভবের মেলায় ভোগ বিলাসে নষ্ট পথের কড়ি
সুদ আসল সব হারাইয়া কেমনে চালাই তরী।।

ভব সাগরে কত নৌকা আসা যাওয়া করে
চোখ ইশারায় তীরে ভিড়ায়, কেউবা ডুবে মরে।।
--------------------
০১৭১৫০০৩৩৬৪