আসল কোথাও নাইরে নাই
সবই দেখি মেকি,
সেগুন হাকায় নিরেট খাঁটি
আমড়া কাঠের ঢেঁকি।
আবুল বেবুল মরছে ধূকে
বুদ্ধি বিবেক বাঁকা,
আগুন জ্বলে বাংলা বাজার
ঋদ্ধ পকেট ফাঁকা।
সোনার বাটায় পানের ছিটা
চাঁন্দি গরম হাটে,
চুন সলিলে জাহাজ ভাসায়
সলাজ বাড়ি ঘাটে।
পতির বাণী অমোঘ কনক
সুদূর মরণ জ্বরা,
রাতের ধুপে ঝলসে শরীর
বুভুক্ষু ঘাটের মরা।
আসল নকল কোন সে পাটে
ঝিনুক হৃদে আগুন,
চোখের ভেলকি কাঁপন ধরে
ঘুমে কাতুরে ফাগুন।