ফাগুন কি গো আগুন ধরায়
তপ্ত মরুর বুকে?
কোন পাষাণী ঝলসে উঠে
রক্ত রাগি চোখে।
ঝরা পাতার কোন সে বিলাপ
গগন কেঁপে উঠে?
বাক হারানো কালো কোকিল
ধুকছে নদী তটে।
বসন্ত কি গো কেবলই শোক
আউলা সমীর বয়?
মরচেধরা রুপোলী চাঁদ
মেঘ আঁধারি বয়।
মাঘের শেষে মেঘের পরশ
বৃষ্টি ফোটায় ঝরে,
ফাগুন এলে আম কাননে
সাজায় থরে থরে।
এমন রঙে রাঙলো কে গো
মৌ বাসন্তি ক্ষণে!
বাজায় সানাই এ কোন কানাই
রাগে অনুরাগে।