আগেও ছিলো বাংলা
এখনও আছে বাংলা
বাহান্নে মিছিলে মিছেলে
কাঁপছিল রাজপথ
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
ভীষণ কষ্ট বুকের মাঝে আজ
বাংলা আছে চর্চা নাই।
বাংলায় হাসি বাংলায় কাঁদি
সুখে-দুঃখে বাংলাতে
একুশ এলে চেতন জাগে
বাংলায় সাজাই মিতালী,
রাত পোহালে সকল ভুলে
হাল প্রগতির বিধান তুলে
মুখের বুলি পাঁচমিশালী।
বাংলা মায়ের দামাল ছেলে
জীবন মরণ হাতে তুলে
বাহান্ন থেকে একাত্তর,
তাদের তরে হাজার সালাম
বাংলা আমার ঠিকানা,
ভাষার মাসে স্বপ্ন ভাসে
শুদ্ধ বাংলার অভ্যাস গড়ি
এই হোক একুশ চেতনা।