দুখের সাথে ঘর বেঁধেছি
সুখের সহবাস,
শান্ত নদীর বাধ ভেঙ্গেছে
নীরব বসবাস।
সকল আশা ছিন্ন যখন
কেবল তিরস্কার,
নিরাশ হাতে স্বপ্ন সাজাই
এইতো পুরস্কার।
দুখের দীপে আবছা আলো
পরায় অলঙ্কার,
এই আলোতে সিক্ত বাসর
জীবন একাকার।
স্বল্প আলোর অল্প ঝলক
হৃদয় কোণে জমা,
চাই না বেশি প্রাপ্তি সুখের
অশান্ত প্রিয়তমা।