পাঁচিল ঘেরা আশালতা
সোহাগ ভরা বসন্ত,
বাউরি বাতাস নেশা লয়ে
আগল ভাঙ্গে সোমন্ত।
দূর পাহাড়ে মেঘের ছায়া
আছড়ে পড়ে সবেগে,
কাহার লাগি শূন্যে কাঁদে
ভেবে মলিন আবেগে।
রাত্রি দিবস অপেক্ষাতে
দিবস থাকে রাত্রির,
আসা যাওয়া চলতি পথে
বেখবর সব যাত্রির।
যে পথ গেছে কালের স্রোতে
নয়ন সলিলে মিশে,
সে পথ ধরেই চলেছে সময়
দিয়েছে জীবন দিশে।