বিবেক আর মূল্যবোধ
চলছে ভীষণ আড়ি
কেউ কাহারে নাহি ছাড়ে
তুমুল মারামারি।
সকাল হলে বিকাল ভাল
বিকাল হলে সকাল
সকাল-বিকাল মধ্যে ফারাক
সু-সময়ে আকাল।
সত্য লুকোয় মিথ্যে ছায়ে
মিথ্যে সুরের গরমে
বিবেক মরে ধুকে ধুকে
আপন হত্যার শরমে!
-------------->>>>>