রাত-দিন চলছে দুরন্ত তুফানে
যায় দিন আসে কি কখনো জীবনে?
আজ-কাল করছি কত না অজুহাত
মহাকাল গর্ভে অবিরত কুপোকাত।
জরা ভয় সংশয় ব্যাহত মনোবল
চাই-পাই দ্বন্দ্বে সর্বদা কোলাহল।
মন বলে আজ হোক চেতনা স্তব্ধ
প্রাণ-মনের যুদ্ধে বয়ে চলা রুদ্ধ।
=================