দেশপ্রেম
ব্যক্তির চেয়ে দল বড়
দলের চেয়ে দেশ,
তার চাইতে বড় কথা
মূল্যবোধ অশেষ।
আপন স্বার্থে কত নেতা
দেশের ক্ষতি করে,
রাষ্ট্র ধন পৈত্রিক ভেবে
নিজ পকেট ভরে।
দেশের তরে নিত্য যার
আকুল করা প্রাণ,
মন মননে দেশপ্রেম
কণ্ঠে দেশের গান।
শকুনীদের কবল থেকে
মুক্ত করলো যারা,
একাত্তরের বীর সেনানী
জাতির গর্ব তারা।
হাসিমুখে জীবন দিল
দেশকে ভালবেসে,
লাল সবুজ নিশান উড়ে
সোনার বাংলাদেশে।
ত্রিশ লক্ষ শহীদের দান
অরূপ বাংলাদেশ,
দুষ্টু লোকের ষড়যন্ত্রে
হতে দেব না শেষ।