রাত্রি হলে তোমরা দেখো ঘুটঘুটে কালো,
আমার রাত্রি চোখের তারায়
জ্বলছে কেবল আলো।
পর্ণমোচী দেখে সবাই জিয়ন কাঠির পাশে,
জলের ছায়ায় জীবন হাসে
শালুক ফোটার আশে।
ভাবুক যারা মন খারাপের তকমা মেখে গায়,
আমি দেখি আঁখি জলে ভিজে
সার্বজনীন মানবতায়।
বৃষ্টি ধারায় ঝরছে শুধু মুক্ত জলের ধারা,
আকাশ কাঁদে ঋদ্ধ ভূমি কেবল
সমাকীর্ণের তাড়া।
আপদ কালে বুদ্ধিলোপে ঘনায় অন্ধকার,
শাপমোচন কালির আচড়
বহাল নির্বন্ধ কারবার।
কুল হারানো অষ্টাদশী আড় দৃষ্টি রোষে,
বিবেক বধে আনন্দ উল্লাস
কাপুরুষরা পোষে।