তিল যদি তাল হয়
জিরো থেকে হিরো,
হতাশায় কি হয়
কে বলতে পারো ?
অকারনে রাত জাগা হয়
নয় শুধু অদ্য,
অবিরাম লিখে যাই
আজগুবি সব পদ্য।
বিন্দু যদি সিন্দুু হয়
আকাশ থেকে পাতালে,
সত্যকথা বলতে পারে
অন্ধগলির এক পাগলে।
সোজা পথে ভাত জুটেনা
যতই বলুক নিন্দুকে,
সত্যবাদী ভয় করেনা
বুলেট কিংবা বন্দুকে।
সোনা চিনে জাত জহুরী
রপ্যমালা হয়না রাং
মধুকথা যায়না ভোলা
যদিও তা বুমেরাং।