বৃষ্টি ভেজা অলস দুপুর
ক্লান্তি বিনা শান্ত মনে,
শুভ্র মেঘে সৃষ্ট পালক
ঝরে পড়ে ক্ষণে ক্ষণে।
কদম শাখে গাইছে পাখি
পত্রছাতায় লুকিয়ে তনু,
আউলা পবন দোলে উঠে
ফোটায় ফোটায় জলরেণু।
থামলো বলে রাখাল বাঁশি
বৃস্টি গানে মাতাল হৃদয়,
মেঘকিশোরী হাসির বানে
আকাশ কবে হবে সদয়।
মন জানালায় দিচ্ছে উকি
কল্প লোকের সুর নেহারি,
কাব্য লেখার ধুম লেগেছে
ঘোর বরষা রঙ বাহারী।
---------------------------------------------
২৭-০৬-২০১৮খ্রিঃ
দাওরাই,
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫-০০৩৩৬৪