স
সাদা মনের মানুষ হও
ফুলের মতো পবিত্র,
মানব জীবন অতি দামী
গঠন করো চরিত্র।
হ
পায়ে হাঁটার অভ্যাস করো
খাবার পরিমিত,
বাঁচতে চাইলে সুস্থ দেহে
হাঁটো নিয়মিত।
ড়
বাড়ি-গাড়ি টাকা-কড়ি
আজ আছে কাল নাই,
বিদ্যা-বুদ্ধি চিরস্থায়ী
শাস্ত্রে প্রমান পাই।
ঢ়
রূঢ় ভাষা বর্জন করো
রূঢ় আনে লয়,
হাসি মুখে কথা বলেই
ধরা করো জয়।
য়
আয়না শুধু আয়না নয়
নেপথ্যে জ্বালায় রবি,
চেহারা সাথে চরিত্র দেখ
জীবনের প্রতিচ্ছবি।
ৎ
সৎ সঙ্গে করিও বাস
মত করিও ভাগ,
রাস্তা দেখে চরণ ফেলো
অসৎ করো ত্যাগ।
ং
হিংসা নিন্দায় বাড়ে ক্ষত
শান্তির বিনাশ,
সাম্য ন্যায় চিন্তা ধারায়
করো সুখের আশ।
ঃ
দুঃখ ব্যথায় মানব জীবন
উত্থান পতনের খেলা,
ভবের হাটে আসা যাওয়া
বিধির মিলন মেলা।
ঁ
চাঁদের বুকে কলঙ্ক চিহ্ন
খালি চোখে দেখা যায়,
মানব মনে ব্যথার চিহ্ন
অদেখাই থেকে যায়।
--------------------
২৪শে আগষ্ট, ২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০১৭১৫-০০৩৩৬৪