পাপ করিলে পাইবে সাজা
আখেরাতের জীবনে,
ভালো কাজে আল্লাহ রাজি
ভয় করো না মরণে।


আদব কায়দা মেনে চলো
ক্ষণস্থায়ী জীবনে,
লাঞ্ছিত হবে এই সমাজে
চরিত্র অধঃপতনে।


বই পড়লে জ্ঞান বাড়ে
পাঠে প্রমান পাই,
সব জিনিসে ক্ষয় আছে
জ্ঞানের ক্ষয় নাই।


ভাল মানুষের পরিচয়
প্রকাশ তাঁহার কাজে,
সমালোচনা ধার ধারে না
মানব সেবার মাঝে।


মাগো তোমার আঁচল তলে
আমার মায়া বন,
সুখে-দু:খে তোমার কোলে
পরশ খোঁজে মন।


যোগ বিয়োগের এ দুনিয়ায়
সবাই হলো মুসাফির,
সময় থাকতেই হিসাব কর
সুদাসল জিন্দেগির।


রক্তে কেনা সোনার মাটি
সবার প্রিয় বাংলাদেশ,
লক্ষ  প্রাণের  আত্নদান
তাদের স্মরি অনিমেষ।


লাল সবুজের একটি ছবি
আঁকলো কত প্রাণ,
লক্ষ শহীদের বুকের রক্তে
অঙ্কিত জয়গান।


শক্তি দিয়ে দখল মিলে
ভক্তি কভু মিলে না,
যুক্তির জোর আসল জোর
মুর্খ তাহা বুঝে না।


ষোল আনার জীবন থেকে
বিয়োগ বারো আনা,
হাতের চারে চলছে গাড়ি
কোথা তার ঠিকানা।
>>>>>>>>>>>>>>>>> চলবে