ভাবনাগুলো মনের মত
চলন বলন অবিরত,
এ জগতে ভাবুক সবাই
কেহ নয় কারো মত।

কেহ ভাবে দেশের জন্য
কারো ভাবনা স্বজাতি,
কারো স্বপ্ন পুকুর চুরি
আরো চাই যশ-খ্যাতি।

চাওয়া-পাওয়া হিসেব কশে
দিন বদলে যায় বেলা,
শেষ বিকেলে আপন আলয়
সাঙ্গ হবে সব খেলা।

সময় চলে আপন পথে
উল্টে কার সাধ্য!
নিয়ম গতির সোপান তলে
রাজা প্রজা বাধ্য।