বহু শতাব্দী আগে কোন এক বেকুব
বানরের গলায় বেঁধেছিল লোহার ঘণ্টা
খাল-বিল নদী-সাগর পেরিয়ে
গড়িয়ে চলেছে অবিরাম নোনাজল ধারা
অতঃপর সলিলে তলানী জমে জমে
একদা ভেসে উঠে সেই বেকুবের ফসিল,
আহা! বেচারা! তখন কি জানতো
বানর নয়, মনুষ্য গ্রীবায় এঁকেছিল তিলক
মস্তিষ্কে ভর করেছিল এক নগ্ন শঙ্খচিল।।
আহারে! চাপানো সংস্কৃতি! বিজ্ঞান অগ্রযাত্রা
জন্ম ভুলে গায় কেবল আজন্ম বেসাতি গান
সভ্যতার আলোয় দেখি কেবলই অন্ধকার
নি লাজ হাসি আর মিথ্যে অভয়ে চলমান
ভীত-কম্পিত শিশু মন কাঁদে,
প্রগতির বুকের উপর ভ্রান্ত ইতিহাসের চাপে
নিষ্পাপ মুখগুলো আজ পড়েছে বেকুবের ফাঁদে।