শান্তি-সুখের অন্বেষণে
ঘুরেছি হাজারো দ্বারে,
কোথাও নাই শান্ত পরশ
পেলাম না খুঁজে তারে!
সুখের আশে সোনার তনু
পুড়িয়া হইলো ছাই,
আপাদ সুখে সবাই দেখি
মনের আমোদ নাই।
হৃদয়ে গাঁথা দুখের নদী
বিষাদের কালি মেখে,
গোপনে চলে দুরন্ত তালে
অন্য কেহ নাহি দেখে।
সুখ তালাশে বিফল যবে
বসে আছি ভগ্ন মনে,
প্রকৃত সুখ রয়েছে যেথা
কে বলিল কানে কানে।
ধরাধামে শান্তির পরশ
চলে এসো নীরবে,
আসল সুখ রয়েছে দেখ
পবিত্র মসজিদে।