মানুষ সৃষ্টির সেরা বিধাতার নিয়ামত
আত্ম অহংকার দম্ভে লুফে নেয় মানব
নিকটে কিয়ামত!

ধরাকে সরা দিনমান চলে নির্বোধ মাতম
মরার উপর খাড়ার ঘায়ে আর্ত চিৎকার
সত্যের খতম!!

অত্যাচারী বুঝে না কভু ক্ষমতার দাপট যাহা
অশ্ব শক্তিধর যৌবন একবার গেলে আবার
ফিরে আসে না তাহা।

রাজা-বাদশাহ, বিত্ত বৈভব ক্ষণে আসে যায়
যাবার বেলায় শুন্য দুহাত ক্ষমতার ইতিবৃত্ত
ধুলায় লুটাইবে তায়।

যে যাহা কর্ম করিলো সকলই আপনার দায়
দিন শেষে ষোল আনার হিসাব বুঝে নিবেন
রাজাধিরাজ মাওলায়।

_______________আবু কওছর