আসা যাওয়া খেলার মাঝে
মিছে মায়া জাগে-রে,
যাবার বেলা থাকবে ছায়া
প্রজন্মের অন্তরে।
আপন ভেবে যাদের তরে
জীবন করো বাজি,
কবর ঘরে থাকতে পাশে
কেউ হবে না রাজি।
কত সাধের সায়-সম্পদ
শখের বালা-খানা,
সঙ্গের সাথি কেউ হবে না
একলা রওয়ানা!
জনম ভরা কাঁদলি রে মন
জগত মোহে সাড়া,
ছাড়লে ধরা সবই বিফল
নেক আমল ছাড়া।
==========================