দুঃখ দিবে দাও হে খোদা
ভয় করি না আমি,
মনের ঘরে থাকতে দিও
তুমি অন্তর্যামী।

রোগে শোকে ভোগ বিলাসে
যতই কাতর হই,
সারা জীবন তোমার তরে
আমি মত্ত যেন রই।

ভাসাও ডুবাও যাই করো
তুমিই আমার মালিক,
রিজিক দাতা পালনকর্তা
মহান প্রভু খালিক।

তোমার নামের তসবিহ জপে
সকাল সন্ধা রাতে,
এই শক্তি টুকু চাই গো খোদা
জীবন মরণ সাথে।

রোজ হাশরের ঘোর সংকটে
আরশ ছায়া তলে,
ঠাই দিও গো মহান খোদা
আবে কাওছার জলে।

ষড় রিপুর তাড়ায় পড়ে
যদি পথ হারিয়ে যাই,
শক্তি সাহস দিও দয়াল
তুমি ছাড়া কেউ নাই।