শুধু নাই নাই আর খাই খাই
আরো চাই আরো চাই!
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
যুগ যুগান্তর পেরিয়ে সরবে বহমান,
মালিকানা দ্বন্দ্ব ভাঙে সম্পর্ক ছন্দ
সীমাহীন অপূর্ণতা এখনও চলমান।
চাহিদা দীর্ঘ তায় তৃষ্ণাতুর চিত্ত
মিটে না সাধ এহেন বাদানুবাদ
লভ্য পেরেশান অর্থ-বিত্তের জয়গান
কখনো প্রাপ্তি শেষ নাই,
বুঝে না বুঝে প্রাচুর্যের সাগরে
আরো চাই আরো চাই গান গাই।
ভূমির মালিকানা শত সহস্র পুরুষে
একদা নীরব অভিবাসী খা জানায়
বাবার অধিকার রচিলেন তাতে
তিনিও আজ অজানায়।
আমার দখলে আপা মোর সকলে
তৃষ্ণাতুর হৃদে চাই চাই রোগে
অপর্যাপ্ত সব দেখি,
অপরাহ্ণ দ্বারে আবছা দুচোখে
সকলই আজ মেকি।