অলিন্দ নিলয় পশুর বাসা
কালো মেঘে ঢাকা,
মানুষ নামে ফানুস উড়ে
যায় না চেপে রাখা।

দেখতে সবে একই রকম
দূরে দূরে রই,
অমানুষের বিশাল ভিড়ে
মানুষ হলাম কই!

কাহারে বলি নীতির কথা
সাদা-কালো  সই,
খেরো খাতা খুলে দেখি
আমিও মানুষ নই।