আমের বনে ডাকছে পাখি,
কিচির-মিচির কুক,
আকাশ জুড়ে উঠছে ভেসে,
বাংলাদেশের মুখ।
এমনতর অরূপ ছবি,
কোন দেশে আর আছে,
পাখির ডাকে সকাল আসে,
আমার বাংলাদেশে।
বন বনানী হাওর নদী,
অপার সুখের দেশ,
শাপলা ফুলে রৌদ্র ঝিলিক,
মন মাতানো আবেশ!
দিঘীর জলে হরেক পদ্ম,
দোলায় জলের ধারা,
হাঁসের পালে দূরন্ত গতি,
মাৎস কুলের তাড়া।
মাঠ ভরা সোনার ফসল,
জলাশয় ভরা মাছ,
প্রকৃতির কোমল পরশ,
ছায়া সুশীতল গাছ।
মিলেমিশে আমরা দেখাই,
দুঃখ সুখের হাসি,
ভালবাসি দেশকে সবাই
প্রাণের চেয়েও বেশি।