সব খেলাতে হেরে গেলেও
দুঃখের খেলায় জয়,
প্রাণ খুলে হাসতে গিয়ে
বিষাদ মনে হয়।

মুক্তির আশে একলা পাখি
তাকায় উদাস নয়নে,
এত বিশাল আকাশটা তার
ডাকছে বুঝি স্বপনে।

আলোর ভাঁজে আঁধার লুকায়
কান্নার পরে হাসা,
আলো আধাঁর এইতো খেলা
ঘৃনার পরেও ভালোবাসা।

অগ্নি পুড়ায় সোনা খাটি
জ্ঞানের প্রসার ইলমে,
দুঃখ দহনে মানুষ খাটি
জগত ভরা নিয়মে।

মহা জ্ঞানী মহান যারা
সফল যারা জীবনে,
কন্টক পথে হেঁটে তারা
আসন পেলেন মঞ্জিলে।

কঠুর সাধন আর পরিশ্রমে
লভ্য সখের রথ,
আধাঁর কেটে চলতে গিয়ে
আসবে আলোর পথ।