এই বরষায় ফুল কাননে
     দীপ্ত হরেক ফুল,
বৃষ্টি মুখর   অলস দুপুর
    চিনতে করি ভুল।

ভাসবো জলে সিক্ত বসন
    তৃষ্ণা মনো কামনা
বিষাদ ক্লান্তি সকল ভ্রান্তি
     দুষ্ট হৃদি বাসনা।

আবার যদি    মিলায় সখী
    পুরান স্মৃতি পটে,
আসুক ফিরে প্রেম নালিশা
     নীরব নদী তটে।