স্বপ্ন, এক মহিমান্বিত শব্দ,
কি তাহার অর্থ?

সাগর বুকে ভ্রাম্যমাণ নাউ - এর গন্তব্যের নাম স্বপ্ন।
গগণে ভাসমান রূপালী জ্যোৎস্না বিচ্ছুরক অপরূপা চন্দ্রকে পাবার আশায় তাহার পানে অপলক চেয়ে থাকার নামও স্বপ্ন।

স্বপ্ন তাহাই যাহার লাগি দুনয়ন হয় না ক্ষান্ত
সুমধুর বেদনায় জর্জরিত এক বালক অপেক্ষমান... আসিবে কি সেই কাঙ্ক্ষিত বসন্ত?

এক অশ্বারোহী, তাহার অশ্বের পৃষ্ঠে চাপি ছুটিয়া চলিয়াছে এক সিন্দুকের খোঁজে।
সিন্দুকটি তাহার অদেখা,
তবুও তাহার নিকট বস্তুটি সবচেয়ে দামী।
তাহার লাগি সে ঝড়, বৃষ্টি, তুফানের মাঝেও অগ্রগামী।
অশ্বটি ক্লান্ত, শ্রান্ত, ক্ষত-বিক্ষত,
তবুও যাবে না রুখা, হোক যাতনা যত।

বৃক্ষের শিখরে মহিমাময় সুগন্ধযুক্ত এক ফুল,
তাহার সুবাসে মাতোয়ারা এক অমৃত সংগ্রাহী তাহারে পাইতে হইয়াছে আকুল।
কি সেই ফুল? কেন তাহার এত মহিমা?
- স্বপ্ন।

সুউচ্চ প্রাসাদের চূড়ায় বসিয়া রইয়াছে এক রূপসী রাজকন্যা,
তাহাকে আপনার করিবার লাগি সীমাহীন
তৃষ্ণায় তৃষ্ণার্ত মোর হিয়ার আঙ্গিনা।
সে কি আমার হবে?
তাহারে কি একটিবার কাছ হইতে অবলোকন করিতে পারিব না জীবনের তরে?
তাহার প্রেমে মগ্ন এ হৃদয়,
তাহার লাগি মোর অস্তিত্ব বিরাজমান।
ভয় হয়,
সে কি আদৌ মোর হবে?
ভয় হয়,
ওই চূড়ায় পৌঁছা কি সম্ভব হইবে এই অধমের দ্বারা?
নাকি অবশেষে ও অধরা হয়েই রয়ে যাবে?
হইবো নাতো মম সর্বহারা?

কী আছে এই অধমের নসিবে?
খোদা কি একটিবার ফিরে চাইবেন মোর পানে?
খোদা কি তাঁহার অসীম দরদের সিন্ধু হইতে এক বিন্দু রাখিবেন মোর বরাতে?
পিপীলিকা কি পারিবে এভারেস্ট জয় করিতে?

আজ সীমাহীন অনিশ্চয়তার মাঝারে খাঁড়ায়ে,
একটাই আবদার জানায় বিশ্ববিধাতার পানে:
সার্থক হোক সকল বিরামহীন অশ্বারোহীর আরোহন,
সার্থক হোক সকল স্বপ্নপ্রেমীর স্বপন।।