শুনিনু সেদিন, এক বৃদ্ধ বলিল
জীবন প্রায় শেষ পর্যায়ে চলিয়া আসিল ।
ভ্রমিতে ভ্রমিতে জীবনটা কাটিয়া গেল
তবু দুনিয়ার কিছুই নাহি দেখা হইল ।
মৃত্যুক্ষন ঘনিয়ে আসিল
মনে হয় দুনিয়াতে আসিয়া সবে কদিন হইল ।
সবে দুনিয়াতে বড় হবার সম হইল
এমন সমে মৃত্যু দুয়ারে আসিয়া উকি দিল ।
ভাবি আজ, স্রষ্টা কেন এ কদিনের  জীবন দিল
কিছু শুরু না হইতেই যেন সব শেষ হয়ে গেল ।








(English Version)
                            
                        LAST ASK  
When I asked that day an old saying
The life is reached the last point.
The life is passed to visit
But not to be seen the world.
Approach the death time
Withal seemed born to the earth past few time.
Barely come to the time to know the earth
Like this time death raid the Gate.
Think now, why Allah give a tiny life
Anything is not to be start all are last.