হাসিমাখা কিছু ছবি এঁকেছি আমি বিরলে
সুর্যডোবা পড়ন্ত এক বিকেলে।
ধানক্ষেতের পাশ দিয়ে একেলা হাটিতে ধীরপদে
নজর মোর উড়াইয়া গেল বামপাশের নদে।
নদীজলে পড়িয়াছে খানিক লাল আভা
ক্ষীণ রঙিন আলোয় ঝোপঝাড় পেয়েছে কি শোভা!
পায়ের নিচে পড়া শুকনো পাতার মর্মর আওয়াজ
দূরে কোন মগডালে কোকিলের বাজ।
কি যে মধুর লাগে নদীর শান্ত চলাচল
আরো ভালো লাগে উড়িলে বক-ধবল।  
পাশের বাগানে ফুটিয়াছে কত শেফালি
পশ্চিম আকাশে উদিত রঙিন গোধূলি।
তারই ভাজে ভাজে দেখিয়াছি তোমারই ছবি, ছলে
সুর্যডোবা পড়ন্ত এক বিকেলে।