জোনাকিরা ছড়ায় আলো
রাত্রি যখন কালো
আমায় ছেড়ে ঐ জগতে
কেমনে থাক বল।
মাটির ঘরে বাশের ছাদে
একলা তুমি র’লে
ছাদের উপর কেন আবার
বাশের বেড়া দিলে?
ভয় কি তোমার করেনা
একলা সেথায় রও
সামনে উধাও, কেন তবে
সপ্নসাথী হও।
ঐ যে দেখ, পুকুরজলে
চাঁদের আলো পড়ে
সেই আলোতে মুখটি তোমার
ঝলমল করে।
তোমার হাতের ঐ যে লাঠি
আছে চৌকির নিচে
তোমার ঘরের বালিশ-কাঁথা
সদাই রাখি গুছে।
পানের কৌটা আজও আছে
লালকাপড়ে ঢাকা
চশমা খানি পড়ে আছে
নীল খামে একা।
ঘরের কাছে ঐ যে দেখ,
দাঁড়িয়ে বিরাট গাছ
সাক্ষী তোমার করছে বহন
সে ও ভোলেনি আজ।
ছেলেগুলি আজও তোমার
আছে খুব ভালো
আমায় ছেড়ে কেমনে তুমি
আছো সেথায় বল।
বলছি তোমায় এত কথা
শুনতে কি পাও
আমিও আসছি তোমার কাছে
অপেক্ষায় রও।