না পাওয়ার হতাশা প্রতিনিয়ত দগ্ধ করিছে আমায়
আবেগের শেষ অশ্রুবিন্দু তবু তার প্রতীক্ষায়।
যা আমি চেয়েছিলাম জনমানবের তীরে দাঁড়িয়ে
নিঃস্ব আজ আমি পাবার আগেই সর্বস্ব হারিয়ে।
দিনভর কত জন, কত প্রকার মন!
দিনশেষে সবাই একা কেউ নয় কারো আপন।
কি যে আমি চেয়েছিলাম আজও বুঝিনি
তবু যেন ফাকা লাগে বুকের মধ্যখানি।
যেন কিছু স্বপ্ন এসে ছুয়ে যায় সর্বক্ষনই
হাওয়া যেন বলে যায় কিছু, কানে কান আনি।
মাধুরতা নেই কোথাও, নেই একটুখানি জল
ধরণি হারিয়েছে বল, সবই রিক্তের দখল।
হাসি নেই মুখে, ভিতরে অশ্রু কোণঠাসা
সারাখনই ছুয়ে যায় যেন একফোটা হতাশা।
আপন প্রাণের নেই দাম, নিজের মুল্য কোথায়?
আপনি আপনারে সাজাতে না পারিলে পুরোজীবন বৃথায়।
তিলেতিলে গড়েছি স্বপ্ন, বুকে বেধেছি বাসা
প্রতিনিয়ত দগ্ধ করিছে আমায়, কিছু একটা না পাওয়ার হতাশা।