বাহির লোকে না যদি কেউ চেনে
দূর হতে পাখিরা নাহি যদি ডাকে
তবে, প্রকৃতিরে বলে দে
সবিনয়ে বিদায় নে।
পাশের লোকে না যদি তোরে মানে
বিশ্ববাসী না যদি কেউ জানে।
পথিমাঝে সালাম কেউ না করে
মুখটি দেখে যায় যদি কেউ দূরে
পথিকেরে গাছ না যদি দেয় ছায়া
অন্তরে না যদি থাকে জীবনের মায়া
এবার তবে, আস্তে করে বলে দে
সবিনয়ে বিদায় নে।
কীভাবে রাখিব আপনারে গোপনে
সদা সেই চিন্তা ভীড় করে মনে
এমন যদি হয়
পরোপকারে মন নাহি চায়
পরের উন্নতি প্রানে নাহি সয়।
তবে প্রকৃতীরে বলে দে
সবিনয়ে বিদায় নে।