জানি, আবার তুমি আসবে ফিরে
এ রাতের হবে অবসান
আবার তুমি আসবে জানি
সাজায়ে মোর উঠান।
ডালাভরা পুষ্প, সাজায়ে পুজোর অঞ্জলি
গৃহখানি মোর পুষ্পতলে যাবি তলি।
আধার রাতের কালো আকাশ
ভেঙে হবে চুরমার
শিউলি গাছের মাথার উপর
জাগবে চন্দ্র আবার।
আবার আসবে ধবল বক
কুয়াশার বুক চিরে
সন্ধ্যা না হতেই পাখিগুলি
ফিরবে তাহার নীড়ে।
আমোদে রাতের আঁধারে
ঝিঁঝিঁপোকা ডাকবে একটু দূরে।
দোরের পাশে কৃষ্ণচূড়া দিবে উড়াল
তুমি কবে আসবে? প্রতীক্ষায় আমার বিকাল।
আসবে তুমি, আসবে ঠিকই
আসবে আমি জানি
তাইতো নতুন ভোর সাজে
ঊষার রং আনি।