এ মানবজীবন নিতান্তই ক্ষণস্থায়ী
মিনতি, প্রার্থনা করেও কেবা হইল চিরস্থায়ী ।
গিয়াছে অনেকে, যাইবে সকলে
তৎসঙ্গে আমিও যাব চলে ।
আমি চলে যাব তা বলে কি ?
ফুলেরা আর হাসবে না ?
পাখিরা আর গান গাইবে না ?
নদী কি আর বই বে না ?
ডিঙ্গি কি আর পাল তুলবে না?
শিশিরে কি আর দূর্বা ভিজবে না?
বাতাস কি আর সুর তুলবে না ?
দুপুর কি আর রৌদ্রে তপ্ত হবে না ?
নদী তীরে কি আর সূর্যাস্ত দেখা যাবেনা?
রাতে কি আর তারার মেলা বসবে না?
চাঁদ কি আর রুপকথা শোনাবে না ?
পাহাড়ের গা বেয়ে ঝর্ণা কি আর নামবে না ?
মাঠটা কি আর সবুজ থাকবে না ?
ফল বাগানে কি আর সুঘ্রান ছড়াবে না ?
কাশবন কি আর নাচবে না ?
পিঠাপুলির কি আর ধুম পড়বে না ?
অতিথীরা কি আর আসবে না ?
বসন্ত পাখি কি আর গাইবে না ?
বাউল কি আর বাশি বাজাবে না ?
কবি কি আর কবিতা লিখবে না ?
হ্যাঁ, সবই রবে এমনই, প্রকৃতির নিয়মে
আমি চলে যাব প্রকৃতিরে বিদায় জানিয়ে ।