তোমরা গ্রীষ্মে কখনো কুয়াশা দেখেছো?
গ্রীষ্মের খরতাপে কুয়াশার গল্প
অথবা বর্ষায়?
কুয়াশার চাদরে উষ্ণতার গল্প
অথবা শরৎকালে?
বেঢপ সেই কুয়াশার গল্পে
অদৃশ্যের বেড়াজালে আঁকা
মানুষের ভীড়ে ঘুরে বেড়ানো
কুয়াশার আবরণে মনুষ্য লোকানো
রুক্ষ কর্কশ আর তীক্ষ্ণ হাসির ঝলক
উপচে পড়ে কুয়াশার গায়ে।
ধীরে ধীরে আসে ওরা কাল বৈশাখী হয়ে।
বিশ্বাসের হারিকেন নিভে গেছে আজ
বদলে যাওয়া গ্রীষ্ম কুয়াশার তাপদাহে।
স্নিগ্ধতার আবেশ ছড়ায় যে কুয়াশা
হিম ঝরানো শিহরণ জাগায় যে কুয়াশা
শীতের আমেজ মলিন আজ
ধূলোবালি আর রবির করোতাপে।
অদ্ভুত বিষন্নতা ছাপিয়ে ওরা
লুকিয়ে থাকে ঐ দূর হেমন্তের আকাশে।
নব উদ্দীপনায় চেয়ে থাকে
কবে আসবে আবার
সেই প্রিয় সুআশার কুয়াশা
বসন্তের দিনশেষে।