ভুল পথে ঠিক মানুষ পাও বা না পাও
ঠিক পথে ভুল মানুষ পাবেই।
'মানুষ' শব্দের উৎসটাই যে ভুল।
ভুল তাই মানুষই করে।
তবে যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে
তার পথ ডানা মেলেছে
যে তোমার জীবন নিয়ে খেলেছে
তারপর তোমায় অসময়ের অন্ধকারে ফেলেছে
সে কি ভুল করেছে?
বড় ভুল করেছে।
তারচেয়েও বড় ভুল তুমি করবে
তার ভুলগুলো ভুলে
তাকে স্মৃতিতে না তুলে
বর্তমানে তাকে নিয়ে যখন ভাবনার প্রাচীর গড়বে
তারচেয়েও বড় ভুল তুমি করবে।
আর সে ভুলের মাশুলের শুল অতি ধাঁরালো
সে ধাঁরে কত স্বপ্ন পরলো কাটা
কত প্রাণ হারালো
সে খবর তুমি পাও।
তবুও যন্ত্রণা থেকে পালিয়ে বাঁচার জন্য
অন্যের লোভের কবরে ডুব দাও
তবুও সমস্যা থেকে পালিয়ে বাঁচার জন্য
লোভের কবরে ডুব দাও।
ডুবে যাবে
নিজের ছায়া পাবে নাকো খুঁজে।
তাই কোনো মানুষকে গ্রহণ করার আগে
অতীত জীবনের অভিজ্ঞতা দিয়ে
সেই মানুষটাকে নাও বুঝে
না হলে কিন্তু
ডুবে যাবে
নিজের ছায়াও পাবে নাকো খুঁজে।