স্বপ্ন বেচতে দিইনি তোমায়
তুমি বড়জোর ধার নিতে পারো
আজকের সাজানো স্বপ্নিল তোমার
সেই আকাশ তো আমারি স্বপ্নের জালবোনা ।
ধার নিতেও বলিনি তোমায়
যে স্বপ্নে তোমার রাঙা মুখে হাসি
যে স্বপ্নে খুজে পাই তোমার আলোকিত বিলাস
সে স্বপ্ন তুমি নিতেই পার ।
বাঁধ ছেড়া সেই স্বপ্নে শুধুই তুমি ছিলে
আকাশের সব রঙ নিয়ে
যত পার আঁকো তোমার রঙ তুলিতে
আমার স্বপ্নের দিনগুলি ।
সাধ্য নেই তোমার আমার স্বপ্ন
মাঝে বুনবে তুমি ভিনদেশী
প্রাণীর কোন রঙ্গিন ছবি ।
বেচতে দেইনি তোমায় আমার স্বপ্নের দিনগুলি ।।