নিপীড়িত! তুমি কি অচেতন?
জেগে ওঠো! খুলে দাও বুক-
সোজা কর শির,
রুখে দাও আগ্রাসন
লড়ে যাও বীর।
মানুষ কিংবা অন্য প্রাণী বধ-
শুধুই হিংস্রতা, এবং অবৈধ,
ইহুদি, খ্রিষ্টান, মুসলিম, হিন্দু-
সকল মানুষ; মানুষ হও
ছেড়ে সকল প্রকার দ্বৈধ।
সবাই মানুষ হই-
হই যদি মানুষ
সুখে দুখে একাকার,
ধর্ম, গোত্র, বর্ণ, জাত-পাত
সে তো কোন ছার।
মানুষ হোক মানুষের জন্য-
এবং রক্ষা হোক সকল প্রাণ,
খুলে দাও বুক
সোজা কর শির
লড়ে যাও আপ্রাণ।
ভূমি তো কখনও মুখ্য নয়-
মুখ্য নয়, কখনও-ই না-
উপাসনালয় এবং প্রভু,
হিংস্রতা, বিভীষিকা, খুনে-
স্বর্গ পায়নি কখনও কেউ কভু!
খুলে দাও বুক
সোজা কর শির
রুখে দাও আগ্রাসন,
বাঁচাও মনুষ্যত্ব: প্যালেস্টাইন, ইউক্রেন, আরাকান
নড়িয়ে দাও আগ্রাসীর রাজাসন।