আমি বকুলতলার ঝরা-ফুলে খুঁজেছি
আমি ঘাসের আগায় শিশির বিন্দুতে খুঁজেছি
আমি কাশফুলের নরম ছোঁয়ায় খুঁজেছি।
আমি খুঁজেছি তোমায় পাতালপুরীর অতলদেশে
আমি খুঁজেছি তোমায় হিমালয়ের পাদদেশে
আমি খুঁজেছি তোমায় মেঘমালা পরীর দেশে।
আমি খুঁজেছি বহু-জোছনার নীল আকাশে
আমি হন্যে হয়ে খুঁজেছি ঝিরঝিরে বাতাসে
আমি খুঁজেছি হাসনাহেনা, চন্দ্রমল্লিকার সুবাসে।
আমি খুঁজতে খুঁজতে সিন্ধু দিই পাড়ি
আমি তন্ন-তন্ন করে খুঁজি, জ্বালিয়ে দিয়াড়ি
আমি যেখান খুঁজি সেখান থেকে গুটাও পাততাড়ি!
আমি খুঁজি ফিরি সন্ধ্যা রাত ভোর প্রভাতে
আমি জর্জরিত তোমার প্রেমের মধুর আঘাতে
আমি ভাবতে পারি না, ছেড়ে গেলে কোন অজুহাতে!