হে রব আমার, আমায় হতে দাও
রূপকথা কিংবা উপন্যাসের কেউ
যে নেই, যার রক্ত মাংসে গড়া নাম নেই
রক্ত-মাংসের মাথার ক্রিয়ায় সৃষ্ট সে
সে মাংস খায় না, সে মাংসও নয়
মাংস থাকার স্বাদ সে জানে না
মাংস খাওয়ার স্বাদও সে জানে না
কারণ সে রক্ত মাংসের কোনো সত্ত্বা না।
মিনতি করি হতে দাও এমন আমায়।
এমন আমায়, যার ভাবার ক্ষমতা নেই
কিন্তু সবাই তাকে নিয়ে ভাবে, লিখে যায়
যার দেখার ক্ষমতা নেই, না আছে শোনার
কিন্তু সবাই তাকে দেখে অক্ষরের মাঝে
কল্পনায় অচেনা অবয়ব আঁকে চেনা কাঁচামালে
কিন্তু সে দেখে না কিছুই, শোনে না কিছুই।
যার ভাগ্য লিখিত হয় না হাজার বছর আগে
যার ভাগ্য তাকে নিয়ে যায় না ভালো খারাপে
ভাগ্যে কলম চালিয়ে তার জন্ম জয়
তবুও তার ভাগ্য লিখিত হয় না কভু
ভাগ্যে তার পদচারণা থাকলেও পা ছোয় না
ভাগ্যের নির্মমতা কিংবা আনন্দের প্রকটতা
কিছুই তাকে অনুভব করায় না
অনুভূতি থেকে মুক্ত সে, অজ্ঞ সে নিজের
অস্তিস্ত্ব থেকে, যদিও তার অস্তিত্ব নেই।
তার মতোই বানিয়ে দাও আমায়।
তুমি তো জানো আমার চাওয়া পাওয়া
এটুকু চাওয়া দাও পূরণ করে প্রিয় প্রভু
শাস্তি শান্তি চাই না, শাস্তি দিও না কভু
শান্তি দিও, কিংবা শাস্তি দেওয়ার আগে
আমায় বানিয়ে দিও উপন্যাসের কেউ
যার রক্ত মাংসে গড়া গড়ন নেই
অনুভূতির উদ্দীপনা বয় না তার নিউরণে
তার যে নিউরণই নেই যা স্থান দখল করে
যে শাস্তি পায়, পায় না শাস্তির যন্ত্রণা।