নতুন ঝড় দেখে শিশু-তরু থরথর কেঁপে উঠে
হঠাৎ বসুধা কেন উতলা, ফুলে ফেঁপে সব ছুটে।
তাল-সুপারি শেকড় উপাড়ি হার শুধু মেনে যায়
ইস্পাত দৃঢ় বট বৃক্ষ যেন ভয়ে মুখ লুকায়।
ঝড়ে ঝরে পাতা, ছুটে দিগ্বিদিক খুব ছুটে
স্বপ্ন যেন থমকে ধারায়, ইচ্ছে যায় লুটে।
শান্ত সুধীর নরম জমির, ঐ কেঁপে উঠে বুক
শিশু-তরু মাপে, কোন সে পাপে, ধ্বংস দেয় চুমুক।
সাথী তার গুটিয়ে মাটিতে লুটিয়ে বিদায় এবার চায়
ব্যথিত হৃদয়ে শিশু-তরু তার মনের কথা জানায়।
সাথী তবু ফেলে যায় যে চলে ফিরে কভু নাহি চায়
এবার একা শিশু-তরু, ঝড়ের সামনে একলা দাঁড়ায়।
আসবে সুদিন আর তো কদিন শিশু মনে আশা জাগে
ঝড় থামবে সাথী আসবে আরো কত কথা ভাবে।
দয়ালু কাছে শিশু-তরু যাচে একটু মনোবল
হঠাৎ ঝড়ে যেন না ঝরে, সদা থাকে অবিচল ।
আসবে সুদিন আর তো কদিন, প্রত্যাশা নয় অতি ক্ষীণ
একটু সবুর- আদেশ প্রভুর, আসবে তবে শুভ দিন।
১৯ জুলাই, ২০২১