একটা অস্থির রাত কাটবে-
অস্থিরতার তিক্ত বেদনা লিখতে
বেদনাকে অক্ষরের জালে বাঁধতে
শব্দগুলো একত্র হয় নিউরনে
মস্তিষ্ক আন্দোলিত হয়।
হৃৎপিন্ড হঠাৎ শান্তি অনুভব করে
হৃদয় শুনতে পায় আওয়াজ
বেদনাগুলোকে বেঁধে রাখার জন্য
শত শত শব্দ জমা হয়েছে
শব্দেরা আজ ছন্দ বানাবে
অনাগত ছন্দের স্থিরচিত্র এঁকে নেয়
কম্পমান ভেজা ক্যানভাসে
লেখা হবে অমর কাব্য।
উত্তপ্ত দুপুরের ন্যায় পরিবেশে
ছন্দ বানাতে চাওয়া শব্দের প্রতি
রুষ্ট মেঘ সূর্যকে ঢেকে দেয়
চোখ বুজে যায় পৃথিবীর।
নিদ্রা রাজ শব্দদের তাড়ায়
ছন্দের মায়া কাটে হৃদয়ের
অস্থিরতার সমাধি রচিত হয়
ঘুম কেড়ে নেয় অস্থিরতার প্রাণরস
সমগ্র শরীর ছোঁয় স্নিগ্ধতার পরশ।
১০ ফেব্রুয়ারি, ২০২২