সিন্ধু বিন্দু ভুলে পূর্ণ, এ জীবন শুধুই মোহ
ঘোরের পিছে বেঘোরে ছুটে ক্লান্ত দেহ
স্বল্প অবসরে নিস্তব্ধ রাত্রিতে ভেবেছি
আমি কি আমাকে কভু চেয়েছি?
চেয়ে চেয়ে বারবার চাওয়া ছেড়ে থেমে থাকি
ক্লান্ত হয়ে তার খোঁজে দিয়েছি দুদন্ড ফাঁকি
দুঃখের পর সুখ চাইনি, অস্তিত্ব পেয়ে ভেবেছি
আমি কি আমার অস্তিত্ব চেয়েছি?
এলেবেলে আলসে মন, প্রাণের স্পন্দন কি চেয়েছি?
চেয়েছি কি তবে? অপ্রাপ্তির উত্তর রেখে গিয়েছি-
আমি মূলত আমার অনস্তিত্ব চেয়েছি।