আমি চাই
আগুণের তপ্ত শীতল ছোয়া
সাইমুমের হৃদয় কাড়া হাওয়া
দিবাকরের ঠান্ডা দুপুর রোদ
পাপীর নেওয়া সাধুর উপর শোধ।
আমি হারাতে চাই
হিমালয়ের চির গভীর শিখরে
মারিয়ানার সুউচ্চ ঐ অতলে
বস্তুর কাছে ফিরে আসা পড়ন্ত ধরায়
সূর্য থেকে কেড়ে নেওয়া জ্যোছনায়।
আমি হতে চাই
রাত জাগা পাখি যে সকালে ঘুমায়
সময়ের বিপরীতে যে হেটে যায়
অভিকর্ষ যাকে দূরে ঠেলে দেয়
ঘরকুনোরা যারে কাছে টেনে নেয়।
আমি খুঁজি
হতাশার কাছে আশার আলো
মন্দের কাছে আছে যত ভালো
মরুভূমির কাছে এক সাগর পানি
অবলা হিয়ার কাছে চঞ্চল চাহনি।
আমি পেতে চাই যা হবে না আমার
তারে চাই যে হয়নি মোর কোনো বার।