ছয় হাজার নয়শ তিন তম দিন
ধরণী তলে চরে বেড়াচ্ছে এক মানবিক যন্ত্র,
ক্যামেরাটায় একটু সমস্যা করছে
স্পষ্ট ছবি তুলতে পারে না,
দিন তবু দিব্যি চলে যায়।
কন্ট্রোল সেন্টার আগে বেশ কাজে দিতো!
যান্ত্রিক যন্ত্র নিয়ন্ত্রণ করতে করতে ইদানীং
মানবিক যন্ত্র চালাতে ভুল হয়ে যায়,
এইতো এইদিন নিয়ন্ত্রণ হারিয়ে পড়েই যাচ্ছিলো।
কাঠামো বেশ ভালোই, তবে আকারে ছিপছিপে
আবরণটা মাঝারি রঙ এর, একটু রোদে ভেজা।
মানবিক যন্ত্র দেখতে কেমন, শুনতে কেমন
এর বিশদ বিবরণ বেদরকারি।
মানবিক যন্ত্র কি করে? কি করেছে এই
ছয় হাজার নয়শ তিনটি দিন?
শুরুতে হাজার তিনেক দিন তো কেটে গেলো
শুধু মানবিক যন্ত্র হতে হতে,
সেসময়কার হিস্ট্রি কাঁচা হতে পারে
তবে বেশ নন্দিত।
মানবিক যন্ত্রের মানবীয় বৈশিষ্ট্য এলো
যান্ত্রিক হাবভাব দ্রুতই বেরিয়ে আসতে লাগল,
সবুর করলো না, বিলম্ব তো নয়ই,
শুভ্র ইতিহাসের পাতায় কালো ধারা প্রবাহিত হলো
সাদা-কালোর দ্বন্দ্ব সমানে চলতে লাগল।
যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধির আনজাম হলো
মানবিকতার বিকাশ হেলায় পড়ে রইলো
ফলাফল, আজ দেখার মতো
চোখে সয় না।
মানবিক যন্ত্রের অবিকশিত মানবীয় সত্ত্বা
অবুঝ ছিলো যন্ত্রের কল্যাণ সাধনে।
বাগানের পরিচর্যা না করলে ফুল ঝরে যায়
নতুন ফুল ফোটে না,
মনের পরিচর্যা না করলে মন মরে যায়
কান্নায় কান্না আসে না, আবেগে ফেটে পড়ে না।
আপন ভালো পাগলেও বুঝে
মানবিক যন্ত্রটা বুঝলো না।
পদে পদে আপনার ক্ষতি করে গেলো
আক্ষেপের ইতিহাস রচিত করে চলল
আফসোসের উপাখ্যান রচনা করেই যাচ্ছে।
কবে বুঝবে মানবিক যন্ত্র
কবে শিখবে যন্ত্রের সার্থকতা
এ জীবন যে অভ্যাসে কাটিয়ে দেওয়ার জন্য না।
মানবিক যন্ত্রের সময় ফুরোয়নি
অনিশ্চিত সময় আজো বাকি,
ডিলিট বাটনে চাপ দেওয়া বাকি;
এর আগেই কিছু একটা করা কর্তব্য
মেরামত করা সময়ের ব্যাপার,
সময় যেন একটু সময় দেয়
যন্ত্রটাকে মালিকের মনমতো কাজে লাগানোর।
বিনিময়ে শতভাগ কর্মক্ষমতা
অনন্তকালের জন্য,
মানবিক যন্ত্রের আজন্ম পরিতৃপ্তি।
মানবিক যন্ত্রের মানবীয় কামনা।
১৬ জুন, ২০২২