অপেক্ষা সঠিক সময়ে সঠিক তরীর
অপেক্ষা সফরের- মন রাঙানো মাঝির।
পরিধির বিন্দু ঘুরে ঘুরে প্রতিদিন
দিন যায় রাত আসে, আসে দিন
সূর্য হাসে চাঁদ হাসে,
দিনের আকাশে সূর্য রাতে শশী
রাতের আকাশে চাঁদ দিনে রবি
সাদা মেঘে ঢাকে কালো মেঘ, কালোতে সাদা
নদী কভু টইটম্বুর, কভু বুকভরা কাদা
কত যাত্রী আসে- মাঝি থামে তাই
কত মাঝি যায়- যাত্রী আছে তাই
চোখের আড়াল তাদের, অভিযাত্রা
কভু নাতিদীর্ঘ কভু সুদীর্ঘ তার মাত্রা,
দৃশ্যপট কভু ঘোলাটে
কভু বা ঝকঝকে
শুধাই নিজেকে- এত খুঁজো কাকে?
এক নদী দীর্ঘ অভিযাত্রার আশা
বুক ভরা বিশ্বাস- মাঝির ভরসা
তরী বেয়ে তীরে এসে সে শুধাবে
এসো আমার সাথে- তুমি কি যাবে?
যাবই তো, যাওয়ার জন্যেই এত আয়োজন
এত ধৈর্য্য, অপেক্ষা- ক্ষণের পর ক্ষণ
গলা ছেড়ে বেসুর কন্ঠে গেয়ে উঠব
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো?