রংধনুর সাত রঙের মতো করে
নানান রঙে কত রূপে বৃষ্টি ঝরে।
ঘন কালো মেঘে কখনো ধূসর
কখনো উজ্জ্বল রোদ বৃষ্টি মুখর,
জমে থাকা দুঃখের অঝোর ধারায়
মেঘের অশ্রু বাঁধ হারায়,
পুলক জাগা হৃদয় রাঙা মুখে
বৃষ্টি এসে ভাসিয়ে দেয়
তৃপ্তি ভরা সুখে।
উদাস প্রেমিক প্রেমের তরে ব্যাকুল
বৃষ্টি নামে ফুল ফোটাতে
উদাস প্রেমের ফুল।
হাত তুলে বান্দা আকাশ পানে
বিন্দু জলের শীতল ছোঁয়া প্রাণে
রবের রহমত প্রতিটি পরশনে।
রংধনুর সাত রঙের মতো করে
নানান রঙে কত রূপে বৃষ্টি ঝরে।