পঁচিশ তারিখ রোজ সোমে
পদ্মা বিভোর সেতুর স্বপ্নে
আমি হেথায় দক্ষিণে থাকি
পদ্মাসেতু দেখা যে বাকি
কবে দেখব কে জানে ভাই
তার কোনো খবর নেই
আজকে আমার মন ভালো নেই।
আমি যাচ্ছি খেলতে ক্রিকেট
আমার সাথে শখের ব্যাট
দু’কদম ফেলতে যাব
মেঘ কাঁদে হাসতে হাসতে
অঝোর ধারায় মাঠ ভিজে কাক
খেলার কোনো জায়গা নেই
আজকে আমার মন ভালো নেই।
ফোন নিয়ে বসে গেলাম
আমায় আবার পায় কে?
হারিয়ে আমি নেটের মাঝে
এমন সুযোগ পায় কে!
ওয়াইফাইয়ের ভীমরতি
চলে গিয়ে করলোটা কি
আসবে আবার কখন সেই,
আজকে আমার মন ভালো নেই।
স্বপ্নে এসে সে ডাকে
যাবে না-কি আমার সাথে
প্রস্তাবখানা মন্দ নয়
ঢের ভালো, তাই রাজি
শব্দ করে কোন পাজি
ঘুম ছুটে চমকে উঠেই
আজকে আমার মন ভালো নেই।
পড়তে বসে ঝিমিয়ে থামি
পড়ব না-কি কেমিস্ট্রি আমি
রসায়ন পড়ে লাভটা কি
রস নেই, নেইতো ঘি
লাইফেও তোড়া কেমিস্ট্রি নেই
আজকে আমার মন ভালো নেই।
রাত হবে হবে শেষ এইতো
একলা কাক ডাকছে ঐ
এখনো ভোরের ঢের বাকি
তবু তিমির পায় না খুঁজে
ব্যস্ত নগরে আলোকিত রাত
মন হলো খারাপ তাই,
কোথাও কোনো অন্ধকার নেই
আজকে আমার মন ভালো নেই।