কখন জানিনা অনুভূতি গভীর হলো
কখন জানিনা অনুভূতির অতলে হারিয়েছি
কিন্তু তুমি জানলে না, জানলে না
কবে জানিনা তোমার হাসিতে মরেছি কতবার
কবে জানিনা তোমার চোখের কাজলে হারিয়েছি সহস্রবার
আমিতো ছিলাম না এমন,তবে কেন এমন হলো?
আমিতো হৃদয়হীন,নাকি হৃদয় আমারো আছে?
তোমার চোখের গভীর উজ্জ্বলতায়
তলিয়ে গেছি কতকাল
যন্ত্রনার নদীতে ভেসেছি শতবছর
তবু তুমি জানলে না,জানলে না
লিখেছি কত শব্দ
শব্দ গুলো বিরহের বাক্য
বাক্য হলো কবিতা ভুল ব্যাকরণে
তবু হায় জানলে না,জানলে না;
কতকাল প্রতিক্ষায় থাকবো?
সহস্র বছর প্রতিক্ষায় থাকা যায়,
তবে এক মুহুর্তের অপেক্ষাও সহ্য হয়না
তবু তুমি জানলে না
কত গভীর এই প্রণয়।