অস্থিরতা শেষে আসে রাত নিদ্রাহীন,
স্মরণে শহীদ, যে অগণিত প্রাণ।
মায়ের বুক খালি, কতো যে মন ব্যথিত,
নতুন কে গুম? কে জানে অজানা।
বছরের পর বছর এই যন্ত্রণা সয়ে,
তোমার কথা মনে পড়ে, ব্যথা রয়।
রক্তাক্ত বর্ষার বাতাসে বয়ে চলে ব্যথা,
তাজা যে দুঃখ, কে জানে তার কথা?
অক্ষমতা নিয়ে বাঁচা, কত যে কষ্টের,
কেউ জানবে না হয়তো কভু।
তবু লিখছি আজ, স্বাধীন দেশের তরে,
তরুণরা জানুক, আমাদের দুঃখ কভু।
প্রেমে না পড়ুক, পড়ুক এই কবিতা,
শাহবাগে না হোক তৈয়ার, স্বৈরাচারী ডাইনি।
শহীদের স্মরণে, লিখছি এ কবিতা,
অস্থিরতা শেষে, নিদ্রাহীন রজনী।